বন্ধুত্ব থেকে প্রেম মাহি , অত্যন্ত হাসিখুশি , প্রাঞ্জল এক ছেলে । বন্ধুমহলে তার জনপ্রিয়তা খারাপ না । একটু পাগলামি আর ঠোঁটকাটা স্বভাব সাথে থাকায় বন্ধুদের মাঝে কয়েকজন কেন জানি তাকে একটু বেশিই পছন্দ করে । সেই কয়েকজনের মধ্যে অর্ণব একজন । অর্ণব আর মাহি সেই তৃতীয় শ্রেণী থেকে এক সাথে ।শৈশব থেকে কৈশোর , তার পর তারুণ্য । একসাথে দীর্ঘদিনের পথ চলা । তাদের বন্ধুমহলটা অনেক বড় , প্রায় বিশ পঁচিশ জনের দল । প্রতিদিন বিকালে স্কুলের মাঠে খেলাধুলা আর সন্ধ্যায় আড্ডাবাজই তাদের দলটাকে টুকরো টুকরো হতে দেয়নি । সবাই এখনও স্কুল জীবনের মত একসাথে আছে । কয়েকজন ঢাকা , কয়েকজন সিলেট পড়াশুনা করে । যে যেখানেই থাক , ছুটিতে সবাই একসাথে । অর্ণবের সবচেয়ে কাছের বন্ধু তিনজন । আরিফ , নীল এবং রিমি । অন্যদিকে মাহির বন্ধুমহল বিশাল । অর্ণব যখন স্কুল জীবনে কোচিং করত , তখন তার সাথে এক ক্লাসে পড়ত রাত্রি । দুজনের পরিবারের মাঝে জানাশোনা ছিল , কিন্তু নিজেদের মধ্যে তারা কখনো কথা বলেনি । অর্ণবের চোখে কখনো রাত্রিকে বিশেষ কিছু মনে হয়নি । তবে রাত্রির দুষ্টুমি ভরা চোখ , আর ছটফটানি ভরা চালচলন দেখে বেশ মজা লাগত তার । তাদের ...