মনীষীদের কথা


অতীতের কথা ভেবে কষ্ট ।
পাওয়া হল আবেগ ।
আর অতীত থেকে শিক্ষা নিয়ে ।
সামনে এগিয়ে ।
যাওয়াই হল বাস্তবতা ।
____________________________
____________________________

টাকা - পয়সা না থাকলেই ।
মানুষ কখনাে গরিব হয় না ।'
আসল গরিব সেই যার একটা ।
সুন্দর মন নেই
____________________________
____________________________

জীবন একটি কঠিন খেলা ।
সত্যি করে মানুষ হয়ে উঠতে
 পারলেই এই খেলাটা জেতা যায়
____________________________
____________________________

জোর করে কাউকে ধরে
রাখার কোনাে প্রয়ােজন নেই
যে থাকার সে থাকবেই আর
যে চলে যাবার সে ।চলে যাবেই ।
____________________________
____________________________

মানব চরিত্রের সবচেয়ে খারাপ গুণটি হলাে ।' বিশ্বাসঘাতকতা করা ' |
আর সবচেয়ে ভালাে ।|
গুণটি হলাে ।' ' ক্ষমা করে দেওয়া ।
____________________________
____________________________

“ নিন্দা করতে গেলে ।
বাইরে থেকে করা যায় , কিন্তু ,
 বিচার করতে গেলে ।
ভিতরে প্রবেশ করতে হয় ”
____________________________
____________________________

' অপেক্ষা ।হলাে শুদ্ধতম ভালােবাসার ।
একটি চিহ্ন ।
সবাই ভালােবাসি বলতে পারে ।'
কিন্তু সবাই অপেক্ষা করে সেই
ভালােবাসা প্রমাণ করতে ।পারে না ।
____________________________
____________________________

তুমি যখন ভালাে কিছু করবে ।
তখন অনেকে তােমাকে দেখে হাসবে ।
তারপর তােমাকে দেখে হিংসা করবে ,
।এরপর তােমাকে বাধা দেবে ।
তারপর তুমি সফল হবে ।
____________________________
____________________________

' যদি ব্যর্থ হও ,
হতাশার কিছু নেই
* শুধু মনে রেখাে ,
অন্ধকার যত গভীর হয় ।
সূর্য তত দ্রুত উদিত হয় ।

____________________________



____________________________

অতীতের কথা ভেবে কষ্ট ।
পাওয়া হল আবেগ ।
আর অতীত থেকে শিক্ষা নিয়ে ।
সামনে এগিয়ে ।
যাওয়াই হল বাস্তবতা ।
____________________________
____________________________

আপনি যদি গরীব হয়ে জন্ম নেন ।
তাহলে সেটা আপনার ।|
দোষ নয় ' কিন্তু যদি গরীব থেকেই |
মারা যান ।তবে সেটা আপনার দোষ ।
____________________________
____________________________

অভিমান কখনাে মনে পুষে রাখবে না
প্রকাশ করে ফেলাে নয়তাে কারণ , ভুলে যাও ।
ক্ষুদ্র ক্ষুদ্র অভিমান থেকেই ।
বৃহৎ দূরত্বের সৃষ্টি হয় ।
____________________________
____________________________

!যে ভুল স্বীকার করে ,
সে কোনদিন ছােট হয় না ।
বরং তার সম্মান আরাে ।
বেড়ে যায় ।
____________________________
____________________________

' “ সবাই তােমাকে কষ্ট দিবে ,
তােমাকে শুধু এমন একজনকে খুঁজে নিতে হবে
যার দেওয়া কষ্ট তুমি সহ্য করতে পারবে
____________________________
____________________________

যাকে তুমি ছেড়ে দেবে ,
তাকে একবারেই ছেড়ে দাও !।
তাকে বলে দাও ,
" তুমি চলে যাও তােমাকে আমার দরকার নেই " ।দিনের পর দিন একটা মানুষকে একুট একুট করে Ignore করার কোন মানে হয় না
____________________________
____________________________

যখন আপনাকে পিছিয়ে দেবে ।
তখন ভেঙে পড়বেন না ।
আসলে জীবন আপনাকে আরও
সামনের দিকে এগিয়ে যাওয়ার ।'
 জন্য সুযােগ করে দেয় ।
____________________________
____________________________

মানুষ সবার সাথে অভিনয় করতে পারলেও
 নিজের সাথে নিজে কখনও
অভিনয় করতে পারেনা
তাই আড়ালে কাঁদে ।
____________________________
____________________________

মানুষের তুমি যতই বড় উপকার করাে না কেন ।পরবর্তীকালে তােমার সামান্য ভুল হলে
সেই উপকারের কথা ' বিন্দুমাত্র মনে রাখবে না ।
________________________
____________________________

বাবার চেয়ে যদি কেউ বাসে বেশি ভালাে ।
জেনাে তা ধোঁকা
মায়ের চেয়ে যদি কাউকে লাগে বেশি আপন
তাহলে তুমি বােকা -
                                  স্বামী বিবেকানন্দ
____________________________
____________________________
ভাল অভ্যাস করুন,
কারন আমাদের অভ্যাস এক সময়
মর্যাদায় পরিণত হয়।
                                -মহাত্মা গান্ধী_
___________________________
____________________________

সেই মায়ের সাথে কখনাে
উচ্চস্বরে কথা বলােনা।
যে মা তােমাকে
কথা বলতে শিখিয়েছেন।
____________________________
____________________________


দ্রুত কাজ করে অন্যকে|
 অতিক্রম করুন।
আপনি যদি সেটি না পারেন,|
 তাহলে বুঝতে হবে আপনি খুব দ্রুত
কাজ করতে পারছেন না।
____________________________
____________________________
|৫ৈ জীবনে ঝুঁকি নাও ।
জিতলে তুমি নেতৃত্ব দেবে ।
|আর না জিতলে ।
তুমি পরবর্তী কাউকে ।
পথ দেখিয়ে দেবে )
____________________________
____________________________

আমার যদি কোন ভুল হয় ।
অন্যের কাছে সমালােচনা না করে 
সেটা আমাকেই জানিও ।
কারন সেটা ঠিক করতে 
আমিই পারবাে , অন্য কেউ নয় ।
_____________________________
_________________________
“ যদি কাগজে লেখাে নাম ।|
কাগজ ছিড়ে যাবে ।
পাথরে লেখাে নাম পাথর ক্ষয়ে 
যাবে হৃদয়ে লেখাে নাম সে নাম রয়ে যাবে ।।”
____________________________
____________________________
' “ দ্বিতীয় , তৃতীয় , চতুর্থ , পঞ্চম প্রেম ।
বলে কিছু নেই ।মানুষ যখন প্রেমে পরে ।
তখন প্রতিটি প্রেমই প্রথম প্রেম ।”
                                               
____________________________






Popular posts from this blog

তোমার দিকে তাকিয়েই থাকি

হ্যাঁ, অনেক ভালবাসি তোমাকে

মনের মানুষের কাছে প্রথম চিঠি